অংশীদারি আরো গভীর করতে চায় যুক্তরাষ্ট্র

গত ৮ জুলাই কালের কণ্ঠের প্রথম পৃষ্ঠায় ছাপা হওয়া একটি প্রতিবেদনের শিরোনামটিকেই আজকের লেখার শিরোনাম হিসেবে বেছে নিয়েছি। শিরোনামে উল্লিখিত লক্ষ্য নিয়ে আজ ১১ জুলাই থেকে চার দিনের গুরুত্বপূর্ণ এক সফরে বাংলাদেশে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। দলের নেতৃত্বে আছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার, গণতন্ত্র ও বেসামরিক জনগণের নিরাপত্তা বিষয়ক আন্ডারসেক্রেটারি উজরা জেয়া। সঙ্গে আছেন আরেক গুরুত্বপূর্ণ প্রতিনিধি মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু, যিনি গত জানুয়ারি মাসে একবার বাংলাদেশ সফর করে গেছেন।


এ সপ্তাহের শুরুতে সফরে এসেছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদল, যারা বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়াদি নিয়ে সব অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনা করছে। এর দু-তিন দিন আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দায়িত্বপ্রাপ্ত সচিব এক দিনের জন্য বাংলাদেশ সফর করে গেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও