ডেঙ্গু: ছাদ বাগানে কতটা ঝুঁকি?
এবার বৈশাখে গরম চরমে ওঠার পর রাজধানীতে ছাদ বাগানকে উৎসাহিত করা হয়েছিল; কয়েক মাস পর এখন বর্ষায় ডেঙ্গু প্রকট রূপ ধারণ করায় সেই ছাদবাগানই হয়ে উঠেছে উদ্বেগের কারণ।
ডেঙ্গুর বাহক এইডিস মশা পরিষ্কার পানিতে বংশবৃদ্ধি করে বলে ছাদ বাগানের ফুলের টবগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে এই উদ্বেগ।
গত বছর ঢাকার বিভিন্ন ছাদবাগান পর্যবেক্ষণ করে ১১ শতাংশ বাগানে এইডিস মশার লার্ভা পাওয়ার কথা জানিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এবারও পাওয়া যাচ্ছে বলে সিটি করপোরেশনের কর্মকর্তাদের ভাষ্য।
তবে কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলছেন, পরিচর্যা করা হয়, এমন ছাদ বাগানে মশার বংশ বৃদ্ধির আশঙ্কা কম। তাছাড়া সরাসরি রোদ পড়ে, এমন স্থানে মশা ডিম ছাড়ে না।
এবার এপ্রিলে ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলে রাজধানীতে সবুজায়নের উপর জোর দিচ্ছিলেন পরিবেশবিদসহ সবাই। ছাদ বাগান তাপমাত্রা কমাতে সহায়ক হবে, বলেছিলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামও। ডিএনডিসির আবেদনে সরকার ছাদ বাগান থাকলে সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় গৃহকরে ১০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্তও নেয়।