উৎপাদন সরবরাহ সব ঠিক, তবু আলুর দাম বাড়ায় কারা
কৃষি মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী আলুর উৎপাদন এ বছর বেড়েছে; মজুতও আছে পর্যাপ্ত। সরবরাহেও কোনো ঘাটতি নেই। এরপরও গত এক মাসের ব্যবধানে আলুর দাম কেজিতে সর্বোচ্চ বেড়েছে ১৫ টাকা। এক বছরের ব্যবধানে দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশে বছরে আলুর চাহিদা রয়েছে প্রায় ৯০ লাখ টন। ২০২১-২২ অর্থবছরে আলু উৎপাদন হয় ১ কোটি ২ লাখ টন। পরের অর্থবছরে উৎপাদন আরও ১০ লাখ টন বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১২ লাখ টনে। সেই হিসাবে চাহিদার বিপরীতে প্রায় ২১ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে। এ ছাড়া বর্তমানে হিমাগারগুলোতে ২২ লাখ টনের বেশি আলু সংরক্ষিত রয়েছে। যদিও কোল্ডস্টোরেজ মালিকদের দাবি, এবার ৮০ লাখ টনের বেশি উৎপাদন হয়নি।
রাজধানীর বাজারগুলোয় মাসখানেক আগেও সাদা আলু ৩২ থেকে ৩৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে। লাল আলুর কেজি বিক্রি হয়েছে ৪০ টাকার আশপাশে। অথচ গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজার, সেগুনবাগিচা, শান্তিনগর ও তেজকুনিপাড়া এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, সাদা আলুর কেজি ৪৫ থেকে ৫০ এবং লাল আলুর কেজি ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এ হিসাবে এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ১৩ থেকে ২৫ টাকা। দাম বাড়ার চিত্রটি সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের দৈনন্দিন বাজার প্রতিবেদনেও দেখা গেছে। সংস্থাটির তথ্য বলছে, গত এক মাসে আলুর দাম বেড়েছে ৯ শতাংশের বেশি। তবে এক বছরের ব্যবধানে আলুর দাম ৪৮ শতাংশের বেশি বেড়েছে।