এবার ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকা
প্রতিনিয়তই আসছে নিত্য নতুন প্রযুক্তি। তবে কয়েক বছর ধরেই প্রযুক্তি দুনিয়ায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দাপট দেখাচ্ছে। আগামী দিনে কৃত্রিম মেধা ব্যবহার করে কোন কোন ক্ষেত্রে বিপ্লব আসবে, তা নিয়ে আলোচনা চলছে। শুধু প্রযুক্তি সংক্রান্ত চাকরিক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রেই ভবিষ্যতে ছড়ি ঘোরাতে পারে এআই।
এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে সংবাদ সঞ্চালনায় বিপ্লব আনল একটি টেলিভিশন চ্যানেল। ভারতের ওড়িশার এই টিভি চ্যানেলটিতে খবর পড়বেন এআই সঞ্চালিকা। এই পদক্ষেপ ভারতজুড়ে সাড়া ফেলেছে।
গত ৯ জুলাই ওড়িশার প্রথম বেসরকারি স্যাটেলাইট খবরের চ্যানেল নতুন মাইলফলক তৈরি করেছে। প্রকাশ্যে এলো সে-রাজ্যের প্রথম এআই দ্বারা চালিত সংবাদ সঞ্চালিকা। রোববার আনুষ্ঠানিকভাবে এআই নিউজ অ্যাঙ্করকে সামনে আনা হয়।