তথ্য ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি
সরকারি সংস্থার ওয়েবসাইট থেকে নাগরিকদের ৫ কোটি তথ্য ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার তথ্য ও প্রযুক্তি বিভাগে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘গোয়েন্দা সংস্থা, পুলিশ ও আইসিটি বিভাগের সমন্বয়ে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া সভায় তথ্য সুরক্ষায় আরেকটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তিভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ গত শুক্রবার (৭ জুলাই) এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে একটি সরকারি সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে লাখ লাখ মানুষের তথ্য ফাঁস হয়েছে।
দক্ষিণ আফ্রিকাভিত্তিক আন্তর্জাতিক সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মারকোপাওলোসের সূত্রে বিশ্বখ্যাত প্রযুক্তি বিষয়ক মার্কিন পোর্টাল টেকক্রাঞ্চ ব্যক্তিগত তথ্য ফাঁস নিয়ে বিস্তারিত জানিয়েছে।