You have reached your daily news limit

Please log in to continue


শাকিবের কাছে যা জানতে চাইবেন অনন্ত

তিনজন সেলিব্রিটিকে ডিনারে আমন্ত্রণ জানানোর সুযোগ পেলে কাদের আমন্ত্রণ জানাবেন ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিল? উত্তরে তিনি বলেন, ‘এখনকার সময়ে যদি বলি আমি কাদেরকে আমন্ত্রণ জানাব। তাহলে একজন হচ্ছে শাকিব খান। আমি ওর কাছে কিছু প্রশ্ন করব। আর দুজন হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় যারা আছেন। আমাদের সোহেল রানা সাহেব আছেন। ফারুক সাহেব তো নাই কিছুদিন আগে চলে গেছেন, রাজ্জাক সাহেবও নেই। তাহলে আলমগীর সাহেব আছেন।’ সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানের অতিথি হয়ে এসব কথা বলেন অনন্ত জলিল।

এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, কী প্রশ্ন করবেন তিনি? জবাবে এই চিত্রনায়ক বলেন, ‘আমি জানতে চাইতাম এক বছরে একটা লোক কীভাবে ৬-৭টা ছবি রিলিজ করে। মানে, আসলে কোয়ালিটিটা কীভাবে মেইনটেইন করে। এটা আমার জানার কৌতূহল। মানুষ তাহলে জানবেও না কখন কোন ছবি রিলিজ হয়ে যায়। পৃথিবীতে এরকম হয় না। অনেকসময় আমি দেখেছি দশ, বারোটা, চৌদ্দটা ছবি রিলিজ হয়ে যায়। আসলে কীভাবে করে এটা। এটা একটা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন