You have reached your daily news limit

Please log in to continue


যেমন আছেন অভিনেত্রী অলিভিয়া

বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম অলিভিয়া। দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে আছেন তিনি।  অন্তরালে থাকা এই অভিনেত্রী কেমন আছেন এখন? অভিনয় জীবনের শুরুতেই গ্লামার আর অভিনয়দক্ষতা দিয়ে দর্শকহৃদয়ে স্বতন্ত্র অবস্থান গড়ে নেওয়া এবং দর্শকপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায়ই চলচ্চিত্র ছেড়ে যাওয়া অভিনেত্রী অলিভিয়ার কথা তুলে ধরেছেন - আলাউদ্দীন মাজিদ

যেমন আছেন এখন

অভিনেত্রী অলিভিয়া দুই যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে নেই। ফিল্মের লোকজনের সঙ্গেও তাঁর যোগাযোগ নেই। এমন কি সংবাদকর্মীদেরও দেখা দেন না এবং তাঁদের সঙ্গে কথাও বলেন না। খুব কাছের মানুষ ছাড়া অন্য কেউ তাঁর ছায়াও মাড়াতে পারেন না। এ যেন ওপার বাংলার কিংবদন্তি অভিনেত্রী প্রয়াত সুচিত্রা সেনের পথ ধরে হাঁটা। তাঁর ঘনিষ্ঠদের মধ্যে অন্যতম অভিনেত্রী ববিতা বলেন, আমার সঙ্গে প্রায়ই দেখা হয় তাঁর। এখনো আগের মতোই হাসিখুশি আছেন। স্বামী-সংসার নিয়ে সুখেই কাটছে তাঁর জীবন। অভিনেত্রী হিসেবে যেমন বাস্তবেও অসাধারণ ভালো মনের মেয়ে অলিভিয়া। বর্তমানে বসবাস করছেন বনানীর ডিওএইচএস-এর বাড়িতে। ববিতা বলেন, একবার অলিভিয়া বলেছিলেন, ‘ফিল্মে যোগ দিয়েছিলাম নেহাত শখের বশে। ৫৩টির মতো ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছি। ভালোবেসে বিয়ে করেছিলাম চিত্রপরিচালক এস এম শফিকে। যদিও আমাদের সন্তানাদি ছিল না, তবুও সুখী হতে পেরেছিলাম। স্বামীর মৃত্যুতে আমি ভেঙে পড়ি। সেই শোকে এক দিন ফিল্ম জগৎ ছেড়ে দিলাম...।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন