কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জলের অভিশাপ এবং মানুষের লোভের ফল

ঢাকা পোষ্ট খান মুহাম্মদ রুমেল প্রকাশিত: ১০ জুলাই ২০২৩, ১৪:৪৯

জরুরি কাজে গিয়েছিলাম কিশোরগঞ্জের হাওর এলাকায়। কী সুন্দর টলটলে জল! যেদিকে চোখ যায় শুধু জল আর জল। বিস্তৃত জলরাশি কী অপরূপ মহিমা নিয়ে বিছিয়ে আছে হাওরের বুক জুড়ে। কোথাও কোথাও ছোট্ট দ্বীপের মতো জেগে আছে খণ্ড খণ্ড সবুজ।


গরু-মহিষের দল হাওর জলে ভাসিয়ে দিয়ে ছোট ডিঙি নৌকায় করে কৃষাণ-রাখাল যাচ্ছে তাদের পাশে পাশে। অথৈ জলে দীর্ঘ পথ সাঁতার কেটে গরু-মহিষেরা ঘাস খেতে যাচ্ছে। হাওরে ভাসছে অসংখ্য ছোট ছোট ডিঙি নৌকা।


মাছ মারার চেষ্টায় লিপ্ত সৌখিন মাছ শিকারি। বাতাস বইছে হুহু করে। কেমন যেন মন উদাস করা পরিবেশ। একটু পর পর আসছে ইঞ্জিনের নৌকা। তার ভট ভট শব্দ শোনা যায় অনেক দূর থেকে। দেখা মেলে দুয়েকটি স্পিডবোটও। শাঁ শাঁ শব্দ তুলে জল কেটে তীব্র বেগে এগিয়ে যায় এই যান্ত্রিক জলযান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও