সংবাদ ও রাজনীতির জন্য নয় থ্রেডস: ইনস্টাগ্রাম প্রধান
নতুন থ্রেডস অ্যাপটি রাজনীতি ও সংবাদ প্রচারে উৎসাহ দেবে না– এমনই দাবি ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরির।
মোসেরি লেখেন, ব্যবহারকারীদের সঙ্গে প্ল্যাটফর্মের এনগেজমেন্ট বা এর আর্থিক আয় বাড়াতে চাইলে রাজনীতি ও ‘হার্ড নিউজে’র সঙ্গে আসা যাচাই-বাছাইয়ের চাপ, নেতিবাচক বিষয়াদি ও ঝুঁকি নেওয়ার ‘কোনো মানে হয় না’।
“রাজনীতি বা হার্ড নিউজ ছাড়াই প্ল্যাটফর্মকে বৈচিত্র্যময় বানানোর জন্য এখানে খেলাধূলা, মিউজিক, ফ্যাশন, বিনোদনের মতো যথেষ্ট চমৎকার কমিউনিটি আছে।” – মোসেরির এমন কঠোর দৃষ্টিভঙ্গি সম্ভবত তার ফেইসবুক নিউজ ফিড চালানোর অভিজ্ঞতা থেকে এসেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
সাম্প্রতিক বছরগুলোয় মেটা নিজেদেরকে সংবাদ ও রাজনীতি থেকে দূরে সরিয়ে নিয়েছে। এর মধ্যে রয়েছে ফেইসবুক থেকে রাজনৈতিক কনটেন্ট কমিয়ে আনার বিষয়টিও। এমনকি গত বছর ‘নিউজ ফিড’ থেকে ‘নিউজ’ শব্দটিও ছেটে ফেলেছে সামাজিক মাধ্যমটি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন অ্যাপ
- রাজনীতি
- সংবাদ প্রচার
- থ্রেডস