বাস্তিল দিবসে আতশবাজি নিষিদ্ধ করল ফ্রান্স

বিডি নিউজ ২৪ ফ্রান্স প্রকাশিত: ১০ জুলাই ২০২৩, ১৩:৩৯

১৪ জুলাই, ফ্রান্সের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। ফরাসি বিপ্লবের সময় এ দিনেই পতন ঘটেছিল বাস্তিল দুর্গের।


বার্ষিক এই বাস্তিল দিবস উদযাপন সাধারণত করা হয়ে থাকে আতশবাজির প্রদর্শনীর মধ্য দিয়ে। আতশবাজি পুড়িয়ে উদযাপনে সামিল হয় মানুষ। কিন্তু, এ বছর বাস্তিল দিবসে আতশবাজি নিষিদ্ধ করেছে ফ্রান্স সরকার।


বিবিসি জানায়, রোববার এক সরকারি ডিক্রি জারি করে বলা হয়েছে, “উৎসবের দিনে আতশবাজির কারণে আইন-শৃঙ্খলায় গুরুতর বিঘ্ন ঘটার ঝুঁকি ঠেকাতে ১৪ ও ১৫ জুলাই পাইরোটেকনিক আর্টিকেল এবং আতশবাজি বিক্রি, সঙ্গে রাখা, সাথে নিয়ে ঘোরা ও ব্যবহার নিষিদ্ধ থাকবে।”


ফ্রান্সে পুলিশের গুলিতে ১৭ বছরের এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে গত সপ্তাহে ছয় রাত ধরে নজিরবিহীন দাঙ্গা ও অশান্তি চলেছে। ওই সময় আতশবাজিই হয়ে উঠেছিল বিক্ষোভকারীদের পছন্দের অস্ত্র।


এরপরই সরকার আতশবাজির ওপর এ নিষেধাজ্ঞা জারি করল। তবে, এ নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়নি প্রশাসনিক সংস্থা এবং পৌরসভাগুলোকে। তারা আগের মতোই বাস্তিল দিবস উদযাপনে আতশবাজি প্রদর্শনী করতে পারবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও