কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অসুস্থ হয়ে পড়েছেন হিরো আলম

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ জুলাই ২০২৩, ১৩:২৬

রাজধানীর ১৭ আসনের নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে অসুস্থ হয়ে গিয়েছেন হিরো আলম। ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী তিনি। সোমবার (১০ জুলাই) সকালে বিষয়টি জানতে ফোন করলে তার মুঠোফোন ধরেন মহন নামে এক ব্যক্তি। তিনি জাগো নিউজকে জানান, হিরো আলম নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে খুব অসুস্থ হয়ে গিয়েছেন।


এর আগে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে নির্বাচনী প্রচারণার সময় হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন হিরো আলম। তিনি দাবি করেন, তার ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে।


জানা গেছে, ঢাকা-১৭ আসনটি উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। গত ১৫ মে সংসদ সদস্য ফারুকের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন সচিবালয় ১ জুন তফসিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। ১৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১৮ জুন বাছাই, ২৫ জুন পর্যন্ত প্রত্যাহার ও পরদিন প্রতীক বরাদ্দ হবে। ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও