কক্সবাজারে এপিবিএনের সঙ্গে গোলাগুলি, ‘আরসার শীর্ষ কমান্ডার’ নিহত
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন- এপিবিএনের সঙ্গে গোলাগুলিতে আরসার এক ‘শীর্ষ কমান্ডার’ নিহত হয়েছেন।
সোমবার ভোরে উখিয়া উপজেলার ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে এ ঘটনা ঘটে বলে ১৪ এপিবিএনের অধিনায়ক ছৈয়দ হারুন অর রশীদ জানান।
এ সময় ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে বেশ কয়েকটি গুলি, অস্ত্র, ওয়াকিটকি, মোবাইল ফোন ও সিমকার্ড।
এপিবিএন বলছে, নিহত হোসেন মাঝি মিয়ানমারের সশস্ত্র দল আরসার শীর্ষ কমান্ডার। তার বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা আছে।