খোসপাঁচড়া বেড়ে যায় বর্ষাকালে

প্রথম আলো প্রকাশিত: ১০ জুলাই ২০২৩, ১১:০২

বর্ষাকালে আর্দ্র আবহাওয়ায় বেড়ে যায় ত্বকের নানা সমস্যা। এর মধ্যে একটি হলো স্ক্যাবিস, যা সাধারণের মধ্যে খোসপাঁচড়া নামে পরিচিত।


স্ক্যাবিস রোগটি হয় সারকপটিস স্কেবিয়া নামের পরজীবীর মাধ্যমে। এই পরজীবীর বিশেষত্ব হলো, পুরুষ কীটটি যৌনমিলনের পরপরই মারা যায়। বেঁচে থাকে স্ত্রী কীট। সেটি থাকে চামড়ার মধ্যে সুতার মতো লম্বাকৃতির গর্তনালির মধ্যে।


সেখানে প্রায় দু সপ্তাহ থাকার পর কীটটি ডিম পাড়তে শুরু করে। গড়ে প্রায় প্রতিদিন ১০ থেকে ১৫টি করে ডিম পাড়ে। তিন থেকে চার দিনের মধ্যে আবার সেগুলো শূককীট আকারে বেরিয়ে আসে। ১০ থেকে ১৪ দিনের মধ্যেই এ শিশু কীটগুলো পূর্ণবয়স্ক কীটে পরিণত হয়।


স্ক্যাবিসের সঙ্গে ত্বকের অন্যান্য সমস্যার পার্থক্য আছে। বেশিরভাগ ত্বকের সমস্যাই হয়ে থাকে অ্যালার্জি, ভাইরাস বা জিনগত কারণে। কিন্তু স্ক্যাবিস হয় মাইট বা পরজীবী কীটের কারণে। হোস্টেল, নার্সিং হোম, কারাগার, চাইল্ড কেয়ার ইত্যাদি স্থানে এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শের মাধ্যমে, বিছানা বা কাপড়চোপড়, তোয়ালে ব্যবহার করলে বা যৌন সংসর্গের মাধ্যমে এটি একজন থেকে আরেকজনে ছড়াতে পারে।


স্ক্যাবিসের প্রধান লক্ষণ হচ্ছে প্রচণ্ড চুলকানি ও ত্বকের ওপর ক্ষুদ্র ফোসকা পড়া বা লাল হয়ে ফুলে ওঠা। সাধারণত আঙুলের ফাঁকে, ত্বকের ভাঁজের মধ্যে, কনুই, তলপেট, পুরুষাঙ্গে, পা হাতের তালুর প্রান্তে হয়ে থাকে এই পাঁচড়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও