আত্মসাৎ করা টাকা ফেরত দিয়ে রেহাই পেলেন জমির উদ্দিন

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৯ জুলাই ২০২৩, ১৯:৪১

সরকারি খাত থেকে আত্মসাৎ করা ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকা ফেরত দেওয়ায় জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে পাঁচ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক প্রদীপ কুমার রায় অব্যাহতির এই নির্দেশ দেন।


সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী গত ১৪ মার্চ জমির উদ্দিন সরকার সোনালী ব্যাংক সুপ্রিম কোর্ট শাখায় টাকা জমা দেন। এরপর আদালত ৯ জুলাই আদেশের জন্য দিন ধার্য করেন। আজ আদালত ভিন্ন ভিন্ন আদেশে পাঁচ মামলা থেকে অব্যাহতি দেন জমির উদ্দিন সরকারকে।


জমির উদ্দিন সরকারের আইনজীবী আব্দুল হান্নান জানান, ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকা চালান রসিদের মাধ্যমে টাকা জমা দেওয়ার কারণে জমির উদ্দিন সরকারের বিরুদ্ধে আর মামলা চলমান থাকল না। আদালত অব্যাহতি দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও