টুইটারে ‘ব্লু টিকের’ অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে ইউক্রেন যুদ্ধের ভুল তথ্য

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৯ জুলাই ২০২৩, ১৭:৩৪

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ৫০০তম দিন পেরিয়েছে। প্রাণহানিও হয়েছে ৫০০ শিশুসহ প্রায় নয় হাজার বেসামরিক নাগরিক। তবে সম্প্রতি এই যুদ্ধ সম্পর্কে মিথ্যা এবং বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে। 


এসব ভুল তথ্য সবচেয়ে বেশি ছড়াচ্ছে টুইটারে। ভেরিফায়েড একটি আইডি থেকে পোস্ট করা হচ্ছে এবং এসব তথ্য ছড়িয়ে পড়ছে দ্রুত। এমন কিছু ভুল তথ্যর যাচাই করে একটি প্রতিবেদন করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।  


ইউক্রেনের জন্য আসা পশ্চিমা অস্ত্র ফরাসি দাঙ্গায় ব্যবহার হয়নি
ফ্রান্সে সাম্প্রতিক দাঙ্গা সম্পর্কে অনেক বিভ্রান্তিকর পোস্ট টুইটারে শেয়ার হয়েছে। কিন্তু গত সপ্তাহে একটি ভাইরাল পোস্ট ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা নিয়ে পোস্ট দেয়। ওই পোস্টে উল্লেখ করা হয়, ইউক্রেনের জন্য আসা পশ্চিমা অস্ত্র ফরাসি দাঙ্গায় ব্যবহৃত হয়েছে। 


এই ভুল তথ্যর বিশ্বাসযোগ্যতা তৈরিতে একটি ভুয়া স্ক্রিনশট পোস্টে যোগ করা হয়। যেখানে দুটি রাইফেলের ছবি ও বানোয়াট সংবাদপত্রের ওয়েবসাইট থেকে নেওয়া শিরোনাম ছিল। শিরোনামটি ছিল, ‘ইউক্রেন থেকে আসা আমেরিকান অস্ত্র দিয়ে ফরাসি পুলিশকে গুলি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও