ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৯ জুলাই ২০২৩, ১৭:৩২

ডিজিটাল পরিমণ্ডলে নানা ধরনের ঝুঁকি থাকে। ঠিকভাবে ব্যবহার করতে না জানলে সেই ঝুঁকির পরিমাণ আরও বেড়ে যায়। অনেকে না বুঝেই ডিজিটাল দুনিয়ায় এসে খেই হারিয়ে ফেলেন। তাদের ব্যক্তিগত তথ্য অরক্ষিত থেকে যায়। তখন তারা যেন সব সময় একটা ঝুঁকির মধ্যে বাস করতে থাকেন। এ ধরনের ঝুঁকি ও ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতন হতে হবে। সেইসঙ্গে এর থেকে রক্ষা পাওয়ার উপায়ও জেনে রাখা জরুরি। চলুন জেনে নেওয়া যাক-



  • ইন্টারনেটের মাধ্যমে কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন তা আগে থেকে জানতে হবে। সম্ভাব্য বিপদ সম্পর্কে জানা না থাকার কারণে অনেকে বিশেষ করে তরুণ-তরুণীরা বেশি বিপদে পড়েন। যদি কোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ দেখতে পান তবে সঙ্গে সঙ্গে অভিজ্ঞ কারও সাহায্য নিতে হবে। 

  • অনলাইনে নিজের ব্যক্তিগত তথ্য জানানোর বিষয়ে সতর্ক হোন। অজ্ঞতার কারণে অনেকে তাদের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত করে ফেলেন যা তার জন্য বড় বিপদের কারণ হতে পারে। তাই ইন্টারনেট ব্যবহার আরও সচেতন হোন।

  • অনেকেই নতুন কোনো বন্ধু তৈরি করতে গিয়ে বিপদে পড়েন। বন্ধুর রূপ ধরে আসে ক্ষতিকর কেউ। কিন্তু তারা তা আগেভাগে বুঝতে পারেন না। তাই অনলাইনে অপরিচিত কারও সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক হোন। ভালোভাবে না জেনে কাউকে বন্ধু করতে যাবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও