ভাষাচিত্রের ফেলোশিপ
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৩, ১৫:৫৪
প্রকাশনাসংস্থা ‘ভাষাচিত্র’ নতুন ও তরুণ লেখকদের বই প্রকাশে ফেলোশিপ প্রদানের উদ্যোগ নিয়েছে। প্রকাশক খন্দকার সোহেল সম্প্রতি তার ফেসবুকে এর নিয়মাবলি প্রকাশ করেছেন:
ভাষাচিত্র রাইটিং ফেলোশিপ ২০২৩
[তরুণ লেখকদের প্রথম পাণ্ডুলিপির জন্য প্রযোজ্য]
- এই ফেলোশিপ শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য।
- বাংলাদেশের যেকোনো তরুণ লেখক পাণ্ডুলিপি জমা দিতে পারবেন। লেখকের বয়স অবশ্যই অনূর্ধ্ব ৩৫ হতে হবে।
- যে-সব বিষয়ে পাণ্ডুলিপি পাঠানো যাবে : থ্রিলার/ভৌতিক/গোয়েন্দা উপন্যাস, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান, প্রবন্ধ, মুক্তিযুদ্ধ, ক্যারিয়ার, অনুবাদ, গণমাধ্যম, গবেষণা, ফিটনেস, ভ্রমণ।
- পাণ্ডুলিপি সর্বোচ্চ ১০ ফর্মা বা ৫০ হাজার শব্দের মধ্যে হতে হবে।
- পাণ্ডুলিপি কম্পিউটার কম্পোজড হতে হবে। সর্বোচ্চ ১৪ পয়েন্টে কাগজের এক পৃষ্ঠায় প্রিন্ট দিতে হবে। পাণ্ডুলিপির দুই সেট কপি পাঠাতে হবে।
- কম্পোজকৃত পাণ্ডুলিপির ফন্ট অবশ্যই সুতন্নি এম জে হতে হবে।
- শুধু কভার পৃষ্ঠা ছাড়া পাণ্ডুলিপির ভেতরে কোথাও লেখকের নাম, স্বাক্ষর বা মোবাইল নাম্বার থাকতে পারবে না।
- পাণ্ডুলিপির সঙ্গে লেখকের সম্পূর্ণ জীবন বৃত্তান্ত, পূর্ণাঙ্গ ঠিকানা, ফোন নম্বর, ই-মেইল এড্রেস ও ১ কপি ছবি দিতে হবে।
- পাণ্ডুলিপির ক্ষেত্রে পূর্বে প্রকাশিত লেখকের কোনো গ্রন্থ নেই- এই মর্মে একটি অঙ্গীকারপত্র দিতে হবে।
পাণ্ডুলিপি জমা দেবার শেষ তারিখ ১৫ আগস্ট ২০২৩। - সর্বোচ্চ চারজন এই ফেলোশিপের জন্য মনোনীত হবেন।
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ
- ফেলোশিপ
- ফেসবুক
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ১ সপ্তাহ আগে
৮ মাস, ১ সপ্তাহ আগে
৮ মাস, ১ সপ্তাহ আগে
৮ মাস, ১ সপ্তাহ আগে
৮ মাস, ১ সপ্তাহ আগে