বিতর্কের মুখে গানের কথা বদলালেন টেইলর সুইফট

বণিক বার্তা প্রকাশিত: ০৯ জুলাই ২০২৩, ১৫:২৬

এরাস ট্যুরের কল্যাণে টেইলর সুইফট আলোচনায় আছেন। এরই সঙ্গে আরো কিছু কারণে ইদানীং নিয়মিত শিরোনাম হচ্ছেন এ শিল্পী। সম্প্রতি একটি গান নিয়ে বিতর্কের মুখে পড়েন তিনি। ‘বেটার দ্যান রিভেঞ্জ’ শিরোনামের গানটির কিছু অংশ নিয়ে আপত্তি করেছেন শ্রোতারা। তার গানের একটি অংশে নারীদের অবমাননার অভিযোগ উঠেছে। এমনিতে নারীদের হয়ে কথা বলার জন্যই টেইলর জনপ্রিয়। তাই তার সাম্প্রতিক এ গানের কথায় আপত্তি করছেন শ্রোতারা। শ্রোতাদের আপত্তি আমলে নিয়ে গানটি বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন টেইলর। তিনি ঠিক করেছেন, গানের রেকর্ডিংয়ের সময় আপত্তিকর অংশটুকু বদলে ফেলবেন।


তবে গানের কথা বদলে কী বসাচ্ছেন, তা জানাননি টেইলর। এমনিতে তার ক্যারিয়ারে এমন ঘটনা নতুন নয়। তিনি এর আগেও প্রয়োজন অনুসারে গানের কথা বদলেছেন। এর মধ্যে ২০০৬ সালে তার প্রথম অ্যালবাম ‘‌পিকচার টু বার্ন’ থেকেও কিছু কথা পরিবর্তন করেছিলেন। পশ্চিমের সংগীতের ক্ষেত্রে একটি বড় সুবিধা হলো প্রয়োজনমতো কোনো বদলের পরিস্থিতি তৈরি হলে তা বদল করা যায়। টেইলর তার গান আবার রেকর্ড করবেন এবং সেখানেই নতুন করে গানটি তৈরি হবে বদলে যাওয়া কথা নিয়ে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও