ইংল্যান্ডের চাই ২২৪ রান, অস্ট্রেলিয়ার ১০ উইকেট
বৃষ্টির কারণে তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৫ ওভার। লাঞ্চ ও চা-বিরতি পর্যন্ত ড্রেসিংরুমেই ছিলেন ক্রিকেটাররা।
তবে যতটুকু খেলা হয়েছে তাতে হাসিটা চওড়া ছিল ইংল্যান্ডেরই। লিডস অস্ট্রেলিয়াকে খুব বড় লিড নিতে দেয়নি তারা। ২৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে বিনা উইকেটে ২৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে স্বাগতিক দল। জয়ের জন্য তাদের চাই ২২৪ রান।
প্রথম দুই টেস্ট হারার পর অ্যাশেজে অনেকটাই ব্যাকফুটে চলে গেছে ইংল্যান্ড। সিরিজ জিততে তাই বাকি তিন ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। লিডস টেস্ট শেষ হতে এখনো দুই দিন বাকি। হয়তো আজ চতুর্থ দিনেই শেষ হয়ে যদি না বৃষ্টির বাধা থাকে।
তৃতীয় দিনে ৪৭ ওভারে ৪ উইকেটে ১১৬ রান নিয়ে দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। আগের দিন অপরাজিত থাকা ট্রাভিস হেড এদিন দ্রুত রান তুলতে থাকেন। কিন্তু যোগ্য সঙ্গী পাননি। তাই তার ৭৭ রানের পরও দ্বিতীয় ইনিংসে ২২৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস তিনটি, মার্ক উড ও মঈন আলী শিকার করেন ২টি উইকেট।