ইতিহাসের সাক্ষী হতে চান জ্যোতি
ভারতের বিপক্ষে কখনও সিরিজ জিততে পারেননি বাংলাদেশের মেয়েরা। সে আক্ষেপ ঘুচিয়ে ইতিহাস গড়তে চান বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আজ মিরপুরে শুরু হচ্ছে তিন ম্যাচের টি২০ সিরিজ। এই ইতিহাস গড়তে চাওয়ার পেছনে জ্যোতির প্রধান ভরসা দলের বোলাররা। তবে কাজটা বেশ কঠিন হবে। তারুণ্যনির্ভর দল নিয়ে সফরে আসা ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর জানিয়েছেন, বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তাঁর দল।
ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ১৩টি টি২০ খেলেছে বাংলাদেশ নারী দল। এর মধ্যে তারা জয় পেয়েছে মাত্র ২টি ম্যাচে। সে দুটি ম্যাচই ছিল এশিয়া কাপের। ২০১৮ সালে কুয়ালালামপুরে গ্রুপ পর্ব ও ফাইনালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতেছিলেন সালমা-রুমানারা। তাদের বিপক্ষে এখনও দ্বিপক্ষীয় কোনো সিরিজ জেতা হয়নি। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৫ ম্যাচে জয়শূন্য বাংলাদেশ। এর মধ্যে ২০১৪ সালে কক্সবাজারে তিন ম্যাচের টি২০ সিরিজে হোয়াইটওয়াশও হয়েছে। এবার সে আক্ষেপ ঘোচাতে চান জ্যোতি, ‘বাংলাদেশের মাটিতে নিজেদের পতাকা ওড়ানোর মতো আনন্দের কিছু হতে পারে না। আমরা পুরো দল জানি, এই মাঠে ম্যাচ জেতা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সিরিজ জিতলে সেটা অসম্ভব একটা গৌরবের ব্যাপার হবে এবং ইতিহাস হয়ে থাকবে।’