মরা মানুষ টিপসই দিতে পারে?

সমকাল মিজান শাজাহান প্রকাশিত: ০৯ জুলাই ২০২৩, ০২:০১

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘জীবিত ও মৃত’-এর একটি আলোচিত উক্তি– ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই।’ তাহলে নেত্রকোনার মোহনগঞ্জের জহুরা বেগম কীভাবে প্রমাণ করবেন যে তিনি মারা গেছেন! মারা যাওয়ার পাঁচ মাস পরও তাঁর নামে ভিজিডির চাল তোলার তথ্য পাওয়া গেছে। শনিবার সমকালে প্রকাশিত ‘কবরে থেকেও ভিজিডির চাল উত্তোলন’ শীর্ষক সংবাদে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে জরায়ু ক্যান্সারে মারা যান জহুরা বেগম। এক বছর আগে ব্লাড ক্যান্সারে মারা গেছেন তাঁর স্বামী ইদ্রিছ মিয়া। এ দম্পতির দুই মেয়ে ও এক ছেলে ঢাকায় চাকরি করেন, গ্রামের বাড়িতে তেমন একটা যান না। তাহলে প্রশ্ন জাগে– জহুরা বেগমের টিপসই দিয়ে মাসে ৩০ কেজি করে চাল উত্তোলনকারী ব্যক্তি কে?


স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাবি করেছেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার জহুরার মৃত্যুর বিষয়টি তাঁকে অবগত করেননি। তাই নকল জহুরা সেজে কে টিপসই দিচ্ছেন, তা মেম্বার বলতে পারবেন। মোবাইল ফোন বন্ধ থাকায় মেম্বারের বক্তব্য জানতে পারেনি সমকাল। মৃত্যুর তথ্য দেননি মর্মে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা দায় চাপাচ্ছেন চেয়ারম্যান-মেম্বারের ওপর। দায় নিজের কাঁধে না নেওয়ার সংস্কৃতি নতুন নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও