You have reached your daily news limit

Please log in to continue


আগামী বছরই টেসলা চালকহীন গাড়ি আনছে

আগামী বছরই টেসলা সম্পূর্ণ চালকবিহীন গাড়ি আনবে বলে জানিয়েছেন ইলন মাস্ক। এর আগেও অবশ্য তিনি এমন ঘোষণা দিয়েছেন। কিন্তু এখনো টেসলায় সম্পূর্ণ চালকবিহীন গাড়ি যুক্ত হয়নি। সম্প্রতি চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ২০২৩ ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সম্মেলনে ইলন মাস্ক বলেছেন, ‘আমি মনে করি মানুষের তত্ত্বাবধান ছাড়া সম্পূর্ণ চালকবিহীন গাড়ি চালানোর সক্ষমতার খুবই কাছাকাছি রয়েছে টেসলা। এই বছরের শেষের দিকে লেভেল–৪ বা ৫ অর্জন করবে টেসলা।’

ইলন মাস্ক এ সময় চালকবিহীন গাড়ি চালানোর ক্ষেত্রে এসএই মানের বিষয়টি তুলে ধরেন। এসএইর নির্ধারিত আদর্শমান দিয়ে চালকহীন গাড়ির বিভিন্ন সক্ষমতা বোঝা যায়। লেভেল–৪ অর্জন করলে চালকের খুবই কম তত্ত্বাবধান ছাড়া গাড়ি চলতে পারে। আর লেভেল–৫ অর্জন করলে চালকের তত্ত্বাবধান ছাড়াই যেকোনো স্থানে ও পরিস্থিতিতে গাড়ি চলতে সক্ষম।

কিন্তু টেসলার গাড়ি এখনো চালকবিহীন সক্ষমতা নির্ণয়ে লেভেল–২–এ রয়েছে। লেভেল–২–এ কিছু ক্ষেত্রে চালক ছাড়া গাড়ি চালানো যায়। তবে অধিকাংশ ক্ষেত্রেই চালককে নিয়ন্ত্রণের জন্য সতর্ক থাকতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন