ভারতের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নিগার

বাংলা ট্রিবিউন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রকাশিত: ০৮ জুলাই ২০২৩, ১৮:০১

১১ বছর পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রবিবার ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে স্বাগতিকরা। প্রথমবারের মতো ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামার আগে বাংলাদেশর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানালেন, ভারতের বিপক্ষে নতুন এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তার দল। 


ভারতের শক্তি কিংবা দুর্বলতা নিয়ে না ভেবে বাংলাদেশ দল ফোকাস করছে নিজেদের সামর্থ্যে। অধিনায়কের বিশ্বাস সামর্থ্যের শতভাগ দিতে পারলে ম্যাচ জেতা সম্ভব হবে, ‘ভারত শক্তিশালী নাকি দুর্বল সেটা আমরা ভাবছি না। কারণ আমার কাছে মনে হয় আলাদা করে দলের শক্তি কী, কীভাবে পরিকল্পনা সাজাবো, কীভাবে কাজ করবো সেটাই আমাদের চিন্তার বিষয়। কারণ, প্রতিপক্ষ নিয়ে বেশি চিন্তা করলে দেখা যাচ্ছে নিজের শক্তি ভুলে যাওয়া লাগে। সুতরাং আমরা আমাদের পরিকল্পনা করে এগোবো। চেষ্টা করবো আমাদের সেরাটা দেওয়ার।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও