থ্রেডস রাজনীতি বা সংবাদের জন্য নয়, বললেন ইনস্টাগ্রামপ্রধান
ইনস্টাগ্রামের নতুন অ্যাপ থ্রেডসে রাজনীতি বা নির্জলা সংবাদের (হার্ড নিউজ) মতো বিষয়গুলোকে উৎসাহিত করা হবে না বলে জানিয়েছেন ইনস্টাগ্রামপ্রধান অ্যাডাম মোসেরি।
রাজনীতি বা নির্জলা সংবাদের সঙ্গে বাড়তি যাচাই-বাছাই, নেতিবাচকতা এবং তথ্যের সত্যতার ঝুঁকি থাকে। ফলে এসব বিষয় দিয়ে থ্রেডসে ব্যবহারকারীকে যুক্ত করা হবে না। মোসেরি লিখেছেন, রাজনীতি বা সংবাদের বাইরেও খেলা, সংগীত, ফ্যাশন, রূপচর্চা, বিনোদন প্রভৃতি নিয়ে আলোচনার জায়গা রয়েছে। এসবের চর্চার মাধ্যমে থ্রেডস একটি প্রাণবন্ত মাধ্যম হতে পারে।
এদিকে সম্প্রতি মেটাও রাজনীতি বা সংবাদ–সংশ্লিষ্ট আধেয় থেকে দূরত্ব তৈরি করেছে। ফেসবুকে রাজনীতি–সংশ্লিষ্ট আধেয় প্রদর্শন কমানো হয়েছে। এমনকি গত বছর ফেসবুক ফিড থেকে ‘নিউজ’ বিভাগ তুলে নেওয়া হয়। এ ছাড়া সম্প্রতি কানাডায় নতুন আইনের ফলে ফেসবুক ও ইনস্টাগ্রামে সংবাদ লিংক প্রদর্শন সীমিত করেছে মেটা।
- ট্যাগ:
- প্রযুক্তি
- সংবাদ প্রচার
- ইনস্টাগ্রাম