You have reached your daily news limit

Please log in to continue


পর্দায় ফিরছেন নায়ক কাজী মারুফ

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা কাজী মারুফ। তার বাবা প্রখ্যাত নির্মাতা কাজী হায়াতের হাত ধরে ‘ইতিহাস’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন এই অভিনেতা। প্রথম সিনেমাতেই বাজিমাত করেছিলেন তিনি। শুধু তাই নয়, সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন মারুফ।

তবে বর্তমানে কোনো এক অজানা কারণে বাংলাদেশ ছেড়ে স্থায়ীভাবে বসবাস করছেন আমেরিকায়। সেখানে ব্যবসা করছেন। এর মাঝেই সিনেমা নির্মাণের পাশাপাশি আবারও অভিনয়ে ফিরছেন মারুফ।

আগামী ৬ জুলাই বাংলাদেশে আসছেন জানিয়ে কাজী মারুফ বলেন, আমাদের নতুন কয়েকটা কাজের কথা হয়েছে। মূলত সেই বিষয়ে কথা বলতেই দেশে ফিরছি। আশা করছি, আগামী সেপ্টেম্বর মাস থেকে শুটিং শুরু করব। তবে এখনই সিনেমার কোনো বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন