![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-10%252F2d8f7964-5c55-4a2f-9325-48c8daf21c42%252F7VDKWTXZBNI7FCE6UKJU4ZN2IY.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
প্রেমিক হারানোর ভয় ছিল তাঁর
গত শুক্রবার নতুন করে প্রকাশ পেয়েছে টেইলর সুইফটের ‘স্পিক নাউ’ অ্যালবামের ‘বেটার দ্যান রিভেঞ্জ’ গানটি। ২০১০ সালে প্রকাশ পাওয়া গানটির কথা নিয়ে ভক্তমহলে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল। ১৩ বছর পরে সেই বিতর্কিত ‘বেটার দ্যান রিভেঞ্জ’ লাইনটি পরিবর্তন করেছেন এই গায়িকা।
বিতর্কিত অংশ ফেলে দেওয়ায় খুশি এই গায়িকার ভক্তরা। গানটি গতকাল ইউটিউবে প্রকাশের সঙ্গে সঙ্গে মন্তব্যের ঘরে সেই কথা জানিয়ে দিয়েছেন। ভক্তরা লিখেছেন, ‘আমি তার গান ভালোবাসি। তার কণ্ঠ এখন অনেক পরিবর্তন হয়েছে। গায়িকা হিসেবে সে এখন অনেক পরিপক্ব।’
আরেকজন লিখেছেন, ‘গানের কথা পরিবর্তন হয়েছে দেখে কষ্ট পেয়েছি। তবে এটা কোনো ব্যাপার না। আমি এখনো তাঁর রক গান ভালোবাসি। তিনি একটুও হতাশ করেননি; বরং লিরিক্যাল এই গানের কথার সঙ্গে কাচ ভেঙে যাওয়ার অংশটা দারুণ ছিল।’
‘স্পিক নাউ’ অ্যালবামের সব কটি গানই টেইলর সুইফটের লেখা। এ নিয়ে ইনস্টাগ্রামে গায়িকা লিখেছেন, ‘আমি যখন প্রথম “স্পিক নাউ” অ্যালবাম নিয়ে কাজ শুরু করি, তখন সব কটি গানই নিজস্ব ভাবনা থেকে লেখা।
- ট্যাগ:
- বিনোদন
- নতুন গান
- গান প্রকাশ
- টেইলর সুইফট