ক্লাস্টার বোমা কী, যুক্তরাষ্ট্র কেন ইউক্রেনে বোমা পাঠাচ্ছে
সম্প্রতি ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার কঠিন সিদ্ধান্তের ব্যাপারে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ১০০টিরও বেশি দেশ অস্ত্রটি নিষিদ্ধ করায় মানবাধিকার গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের সমালোচনা করছে। দু’দেশকেই ক্লাস্টার বোমা ব্যবহার না করার আহ্বান জানিয়েছে তারা।
ক্লাস্টার বোমা আসলে কী?
ক্লাস্টার বোমা এক ধরণের যুদ্ধাস্ত্র। যা মূলত আর্টিলারি শেল থেকে বিপুল সংখ্যক ছোট ছোট বোমা নিক্ষেপ করার একটি পদ্ধতি। এর সাহায্যে একটি বিস্তৃত এলাকার মাঝে বোমা ছড়িয়ে দেয়া যায়। এই বোমাগুলো প্রাথমিকভাবে বিস্ফোরিত হয় না। অনেকটা স্লিপিং সেল হয়ে পড়ে থাকে।
তবে পরবর্তী সময়ে বিস্ফোরণ ঘটায় যার ফলে ভিকটিম গুরুতর আহত, পঙ্গুত্ব বা মৃত্যুবরণ করতে পারে। যে কারোও বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করা হলে তা ভয়ঙ্করভাবে কার্যকর হতে পারে। ভালভাবে এবং সাবধানতার সাথে পুরো এলাকা পরিষ্কার না করা পর্যন্ত ওই বিশাল এলাকার যে কোনোও অংশে ঘোরাফেরা করা খুবই বিপজ্জনক।