যুক্তরাষ্ট্রে গত বছর যে ১০টি কোম্পানি ছিল সবচেয়ে লাভজনক
২০২২ সালে যুক্তরাষ্ট্রে ৪০ বছরের মধ্যে রেকর্ড মূল্যস্ফীতি হয়, সেই সঙ্গে শেয়ারবাজারের অবস্থাও ভালো ছিল না। তবে তার মধ্যেও দেশটির করপোরেট প্রতিষ্ঠানগুলো রেকর্ড পরিমাণ মুনাফা করেছে।
ভিজুয়াল ক্যাপিটালিস্ট বলছে, নানা ধরনের প্রতিবন্ধকতার মধ্যে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা করপোরেট প্রতিষ্ঠানগুলোর মৌলভিত্তি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। নীতি সুদহার বৃদ্ধি ও মূল্যহ্রাসের চাপের মধ্যে উচ্চ মুনাফা এক ধরনের সুরক্ষা হিসেবে কাজ করে। এ ছাড়া নানা কারণে মুনাফা একটি কোম্পানির আর্থিক স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ মাপকাঠি।
ফরচুন ম্যাগাজিনের তথ্য ব্যবহার করে ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট যুক্তরাষ্ট্রের সবচেয়ে লাভজনক কোম্পানিগুলোর তালিকা দিয়েছে। এতে দেখা যায়, ২০২২ সালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে লাভজনক কোম্পানি ছিল অ্যাপল। সেবার তারা ৯৯ দশমিক ৮ বিলিয়ন বা ৯ হাজার ৯৮০ কোটি ডলার মুনাফা করেছে। যুক্তরাষ্ট্রের আর্থিক খাত ও জ্বালানি খাতের কোনো কোম্পানি তার ধারেকাছেও আসতে পারেনি। এ ছাড়া গত বছর তাদের মুনাফার হার ছিল ২৫ শতাংশ।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- কোম্পানি
- লাভজনক