বর্ষায় মশার উৎপাত বেড়েছে? তাড়াতে কী করবেন
সমকাল
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৩, ১৩:০১
বর্ষাকালে মশার উৎপাত মারাত্মকভাবে বেড়ে যায়। এ সময়ে মশা বংশবিস্তার করে। কোথাও বৃষ্টির পানি জমে গেলে সেটা হয়ে ওঠে মশার প্রজনেনক্ষেত্র। এ সময়ে মশাবাহিত সব রোগের ঝুঁকিও বেড়ে যায় বহু গুণ।ঘর থেকে মশা দূর করার জন্য কেউ কয়েল ব্যবহার করেন, কেউ আবার মশার স্প্রে থেকে শুরু করে নানা রাসায়নিক। এসব মশা তাড়াতে পারলেও মানুষের শরীরের ক্ষতিও করে। এ কারণে মশার উপদ্রব কমাতে প্রাকৃতিক কিছু পদ্ধতি বেছে নিতে পারেন।
যেমন-লেবু ও লবঙ্গ: টক দ্রব্য ও লবঙ্গের গন্ধ মশা সহ্য করতে পারে না। এ ধরনের গন্ধ থাকলে সেখানে মশা আসে না। ঘরে মশা তাড়াতে লবঙ্গ ও লেবু ব্যবহার করা একটি পুরাতন পদ্ধতি। লেবু দুই টুকরো করে কেটে, তাতে কয়েকটি লবঙ্গ গুঁজে দিন। এরপর বাড়ির বিভিন্ন স্থানে এগুলো রেখে দিন। এতে মশা দূরে থাকবে।কর্পূর: মশা দূর করতে অনেকেই কর্পূর ব্যবহার করেন।
- ট্যাগ:
- লাইফ
- মশা তাড়ানো
- মশার কয়েল
- কর্পূর