You have reached your daily news limit

Please log in to continue


আমার আর সৃজিতের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো: যীশু

টলিউডের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জুটি যীশু সেনগুপ্ত ও সৃজিত মুখোপাধ্যায়। একসঙ্গে উপহার দিয়েছেন ‘উমা’, ‘রাজকাহিনী’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা। আজ থেকে প্রায় দুই বছর আগে সৃজিত-যীশুর মনোমালিন্যের খবর সামনে আসে।

কেন চিড় ধরেছিল দুজনের বন্ধুত্বে? জানা গেছে, সৃজিত একটি ছবি পরিকল্পনা করেন। ছবির নাম ‘লহ গৌরাঙ্গের নামে রে’। সেই ছবিতে চৈতন্যদেবের চরিত্রে যীশু সেনগুপ্তকে কাস্ট করার কথা ভাবেন প্রযোজক রাণা সরকার। তবে সেই প্রস্তাবে রাজি হননি যীশু এবং তখন সৃজিত জানান যে যীশু কখনোই তার প্রথম পছ্ন্দ ছিলেন না। তখনই সামনে আসে সেই মনোমালিন্যের কথা।

বর্তমানে সেই দূরত্ব মিটেছে। চলতি বছরে ফের সৃজিতের ছবিতে দেখা যাবে যীশুকে। পূজায় মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘দশম অবতার’। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য ও জয়া আহসানের সঙ্গে দেখা যাবে যীশু সেনগুপ্তকেও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন