পিয়ানো বাজাতে সাহায্য করবে রোবোটিক গ্লাভস
অনেক সময় স্ট্রোক আক্রান্ত ব্যক্তির স্বাভাবিক কর্মক্ষমতাও নষ্ট হয়ে যায়। যেখানে সাধারণ কাজকর্ম করাই কঠিন, সেখানে শখের পিয়ানো বাজানো তো দূরের কথা। স্ট্রোক ছাড়া আরো নানা কারণে এমন পরিস্থিতি তৈরি হতে পারে। যেমন ফোকাল ডিসটোনিয়া নামে এক রোগের কারণে ব্রাজিলিয়ান পিয়ানোবাদক জোঁয়াও কার্লস মার্টিনস ২০১৯ সালে পিয়ানো বাজানো বন্ধ করতে বাধ্য হন। তাদের জন্য সমাধান নিয়ে এলেন গবেষকরা। কেমন হবে যদি একটি বায়োনিক গ্লাভস দিয়ে স্ট্রোক আক্রান্ত ব্যক্তিরাও পিয়ানো বাজাতে পারেন। ফ্রি মালয়েশিয়া টুডে প্রকাশিত খবরে বলা হয়, ফ্লোরিডার একদল গবেষক এমনই এক গ্লাভস আবিষ্কার করেছে। তাদের আবিষ্কার করা ফ্লেক্সিবল এক্সোস্কেলেটন প্রোটোটাইপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়, যা স্ট্রোক-পরবর্তী ভুক্তভোগীর কষ্ট কমাতে সাহায্য করে। এখানে থ্রিডি প্রিন্টেড পলিভিনাইল অ্যাসিড স্টেন্টস এবং একটি হাইড্রোজেল মোল্ডিং ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে গ্লাভসটি ব্যবহারকারীর একদম হাতের মতো করেই গড়ে তোলার চেষ্টা করা হয়েছে।
মূলত এখনো যারা স্ট্রোকের কারণে হাতের ব্যবহার করতে পারছেন না তাদের জন্য বিভিন্ন ডিভাইস রয়েছে, কিন্তু সেগুলো এতই দৃঢ় যে তা দিয়ে ঠিকভাবে হাত নড়াচড়া করা সম্ভব হয় না, পিয়ানোর মতো বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রে হাত নাড়ানো খুবই জরুরি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- রোবোটিক সার্জারি
- পিয়ানো