রাজস্ব ঘাটতিতে ভোমরা বন্দর, বেড়েছে রপ্তানি-যাত্রী পারাপার
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৩, ১৪:২৪
সাতক্ষীরা: রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশন। শুধু তাই নয়, ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনে ২০২২-২৩ অর্থ বছরে ২০২১-২২ অর্থ বছরের চেয়েও কম রাজস্ব আয় হয়েছে।
তবে, এ বন্দর দিয়ে বেড়েছে রপ্তানির পরিমাণ। সেই সঙ্গে বেড়েছে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতও। ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশন সূত্র জানায়, ২০২২-২৩ অর্থ বছরে ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৩০ কোটি ২২ লাখ টাকা। যেখানে রাজস্ব আয় হয়েছে ৬৩১ কোটি ৬৮ টাকা। রাজস্ব আয়ের এই লক্ষ্যমাত্রা ২০২১-২২ অর্থ বছরে ছিল ৯৫৪ কোটি ৩১ লাখ টাকা। নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে ২০২১-২২ অর্থ বছরে রাজস্ব আয় হয়েছিল ৭৪১ কোটি ৮৩ লাখ টাকা।