নিজেকে শৃঙ্খলিত করল নির্বাচন কমিশন
যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার ব্যাপারে ব্যাপক চাপ রয়েছে। সেই চাপের অংশ হিসেবে সরকারের আশ্বাস সত্ত্বেও যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতির ঘোষণা করেছে।
আফ্রিকার কয়েকটি দেশের ওপর নির্বাচন প্রশ্নে এ ধরনের ভিসা নীতি আরোপ করা হলেও তা করা হয়েছে নির্বাচনের পর। ফলে এই নীতি তেমন কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। বাংলাদেশের ক্ষেত্রে তা করা হয়েছে নির্বাচনপ্রক্রিয়া শুরুর পর্বে। এ সময় সরকার ও অন্যান্য রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে।