হজের শিক্ষা ও জীবনব্যাপী হজের প্রভাব
হজ ও ওমরাহ পবিত্র সফর। এ সফর আবিলতা থেকে পবিত্রতার দিকে, অন্ধকার থেকে আলোর দিকে, অকল্যাণ থেকে কল্যাণের দিকে। আল্লাহ তাআলা বলেন, ‘অতঃপর যে কেউ হজ করা স্থির করে, তার জন্য অশ্লীলতা, কুৎসা, অন্যায় আচরণ, ঝগড়া ও কলহ-বিবাদ বিধেয় নয়।’ (সুরা-২ বাকারা; আয়াত: ১৯৭)
হজের এই শিক্ষা আজীবন লালন ও ধারণ করতে হবে। সর্বদা তর্কবিতর্ক ও ঝগড়া-বিবাদ এড়িয়ে চলতে হবে। নফসকে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, নম্রতা, ভদ্রতা ও উদারতা শিক্ষায় দীক্ষিত করতে হবে।
- ট্যাগ:
- মতামত
- হজ পালন
- ওমরাহ পালন