কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তামিমকে যে খুদে বার্তা দিয়েছেন পাপন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৭ জুলাই ২০২৩, ১১:৫৩

তামিম ইকবাল অবসর নেওয়ার পর তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেননি বোর্ডের কোনো কর্তা। এমনকি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও ব্যর্থ হয়েছেন যোগাযোগ করতে। তবে বড় ভাই নাফিস ইকবালের মাধ্যমে তামিমের কাছে একটি খুদে বার্তা প্রেরণ করেছেন পাপন। 


বৃহস্পতিবার দিবাগত রাতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড সভাপতি বলছিলেন, ‘তামিমের এমন সিদ্ধান্ত জানার পর আমি তার সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হই। পরে তার বড় ভাই নাফিস ইকবালকে ফোন করে, তার খবর জানতে চাই। সেও তামিমের খবর দিতে পারেনি। পরে আমি নাফিসকে একটি মেসেজ দেই বিকেল ৫টা ২০ মিনিটে।’


পাপন যোগ করেন, ‘তামিমকে দয়া করে জানিয়ে দেবেন যে, আমি চাই অন্তত এই সিরিজটা সে শেষ করুক অধিনায়ক হিসেবে। এরপর আমরা বসে আলোচনা করতে পারি কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায়। এটাই ছিল তার কাছে আমার প্রথম ম্যাসেজ। পরে আমি লিখি, তার মতো একজন কিংবদন্তি ক্রিকেটারের এভাবে অবসরে যাওয়া উচিত নয়। আপনার থাকাটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ জবাবে নাফিস লেখেন, ‘অবশ্যই ভাই আমি আপনার ম্যাসেজ সম্পর্কে তাকে জানিয়ে দেব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও