![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-07%2Fc4aa7102-83ee-48b2-85e5-383bb6dd0c1b%2Falexander_lukashenko_060723_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
ওয়াগনার প্রধান প্রিগোজিন এখন রাশিয়ায়, জানালেন লুকাশেঙ্কো
রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে ক্ষণস্থায়ী একটি বিদ্রোহের জন্ম দিয়ে গত মাসে বিশ্বের সবার দৃষ্টি কেড়ে নেওয়া ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন এখন রাশিয়ায় আছেন বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো।
প্রিগোজিন বেলারুশে নির্বাসনে যাবেন এবং বিদ্রোহে অংশ নেওয়া ওয়াগনার যোদ্ধাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না- এসব শর্তে গত মাসে প্রিগোজিনের ওই ২৪ ঘণ্টা মেয়াদী হট্টগোলের ইতি ঘটেছিল। তার কয়েকদিন পর প্রিগোজিন বেলারুশে যান বলে লুকাশেঙ্কো সাংবাদিকদের নিশ্চিতও করেছিলেন।
বিদ্রোহ শেষে রোস্তভ-অন-দনের সামরিক ঘাঁটিতেই প্রিগোজিনকে শেষবারের মতো প্রকাশ্যে দেখা গিয়েছিল, তারপর থেকেই তার অবস্থান রহস্যে ঘেরা।
বিবিসি, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লুকাশেঙ্কো বৃহস্পতিবার মিনস্কে এক সংবাদ সম্মেলনে প্রিগোজিনের রাশিয়ায় ফেরার বিষয়টি জানান।