চুলের ক্ষয় প্রতিরোধে যেভাবে তেল দিতে হয়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৩, ১৬:১৭
মাথার ত্বকে ঘাম হয় যা তেলের সাথে মিশে চিটচিটে হয়ে চুলকানি দেখা দেয়। পানির কারণেও চুল ক্ষতিগ্রস্ত, মলিন এমনকি ভঙ্গুর হয়ে যায়।
আর তাপ, আর্দ্রতা এবং দূষণ চুলের স্বাস্থ্যের উপর প্রভাব রাখে।
ভারতের ‘ম্যারিকো লিমিটেড’য়ের প্রধান গবেষক ও উন্নয়ন কর্মকর্তা ডা. শিল্পা ভোরা ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “চুলে তেল দেওয়া উপকারী। তবে কোন পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে সেটা আরও জরুরি।”
তেল দেওয়ার পদ্ধতি পরিবর্তনের প্রয়োজন হয় বিশেষ করে গ্রীষ্ম ও বর্ষায়।
কৌশলটি হল চুল ধোয়ার পরে শুষ্ক ও পরিষ্কার মাথার ত্বকে তেল ব্যবহার করতে হবে। হালকা, চিটচিটে হয় না এমন তেল শুধু ব্যবহার করাই সহজ না বরং তা সহজে শোষিত হয়।