এয়ারপড প্রোতে টেম্পারেচার সেন্সর যুক্ত করবে অ্যাপল
বণিক বার্তা
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৩, ১০:৪৫
অডিও পণ্যে নতুন স্বাস্থ্য ফিচার যুক্ত করতে কাজ করছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। সম্প্রতি ব্লুমবার্গের মার্ক গুরম্যান নিউজলেটারে এ কথা জানিয়েছেন। প্রথম দিকে এয়ারপডগুলো ব্যবহারকারীকে হিয়ারিং টেস্ট করতে সহায়তা করবে। খবর এনগ্যাজেট।
ভার্জের নোট অনুযায়ী, এয়ারপড বর্তমানে অডিওগ্রাম প্রোফাইল ব্যবহারের সুবিধা দিয়ে থাকে। আইওএস শ্রবণশক্তির সমস্যা সমাধানে এটি ব্যবহারের মাধ্যমে ইয়ারবাড টিউন করা হয়। বর্তমানে ব্যবহারকারীরা মিমির মতো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে প্রোফাইল তৈরি করতে পারে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে