১৮ মাসের কাজ ১৭ বছরেও শেষ করেনি কাদের সিদ্দিকীর প্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন বাসাইল প্রকাশিত: ০৬ জুলাই ২০২৩, ০৯:৩৩

১৭ বছরেও শেষ হয়নি টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণকাজ। ১৮ মাসে শেষ করার কথা থাকলেও দীর্ঘ সময়েও আলোর মুখ দেখেনি এই স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলাবাসী। ইতোপূর্বে কাজ শেষ করার দাবিতে মানববন্ধন, স্মারকলিপি ও লিখিত অভিযোগ দিয়েছে সচেতন মহল। কিন্তু এতেও কর্তৃপক্ষের টনক নড়েনি। এ নিয়ে সবার মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।


খোঁজ নিয়ে জানা যায়, ২০০৫ সালে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেয় সরকার। ওই বছরের ১০ জানুয়ারি দরপত্র আহ্বান করা হয়। প্রকল্পের অবকাঠামো নির্মাণ এবং স্বাস্থ্য কমপ্লেক্সের পুরনো একতলা ভবন সংস্কারের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সোনার বাংলা প্রকৌশল সংস্থা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। ওই বছরের ২৪ সেপ্টেম্বর কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশের শর্ত অনুযায়ী, ১৮ মাসে অর্থাৎ ২০০৭ সালের ২৩ এপ্রিলের মধ্যে কাজটি শেষ করার কথা ছিল। কিন্তু প্রায় ১৭ বছরেও প্রকল্পের কাজটি শেষ করেনি প্রতিষ্ঠানটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও