আইন করে সব ধরনের জলাশয় ভরাট ও দখল নিষিদ্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। এরপরও ব্যক্তিগত পুকুরগুলো রক্ষা করা তো যাচ্ছেই না, সরকারি পুকুরগুলো পর্যন্ত নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে। অনেক জায়গায় স্থানীয় প্রশাসন, জেলা ও উপজেলা পরিষদ ইজারা দেওয়ার মাধ্যমে পুকুর ভরাট ও দখলের সুযোগ করে দিচ্ছে।
যেমনটি আমরা দেখতে পাচ্ছি বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরে। সেখানে রায়েন্দা বাজারে অবস্থিত একটি সরকারি পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের তোড়জোড় চলছে। এর বিরুদ্ধে পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় সুধী সমাজ আপত্তি জানিয়েছে। স্থানীয়দের মাঝে অসন্তোষও তৈরি হয়েছে।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, আগে থেকেই এক পাশে মার্কেট করে পুকুরটি সংকুচিত করে ফেলা হয়েছে। এখন পুকুরটির আরেক অংশ ভরাট করে মার্কেট নির্মাণের জন্য জেলা পরিষদ ইজারা দিয়েছে। পুকুরটির দখল হওয়া অংশ পুনরুদ্ধার না করে জেলা পরিষদ বরং আরেক অংশ ভরাট করার জন্য উদ্যোগী হয়েছে। যারাই রক্ষক, তারা যদি এভাবে ভক্ষক হয়, তাহলে দেশের প্রকৃতি ও পরিবেশ কীভাবে টিকে থাকবে।