বিং ও এজ ব্রাউজারে কেনাকাটার সুবিধা দিতে আসছে এআই টুল
প্রথম আলো
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৩, ০৭:০২
এজ ও বিং ওয়েব ব্রাউজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কেনাকাটার প্রোগ্রাম (শপিং টুল) এনেছে মাইক্রোসফট করপোরেশন। প্রতিষ্ঠানটি বলছে, এই প্রোগ্রাম ব্যবহার করে ব্যবহারকারীরা আরও সহজে কেনাকাটা করতে পারবেন, কেনাকাটার তথ্য সংরক্ষণ করতে পারবেন। এমনকি পণ্য খোঁজা, পণ্য নিয়ে তথ্য সংগ্রহ করা এবং কেনাকাটাও করা যাবে।
নতুন এই প্রোগ্রাম ব্যবহার করে মাইক্রোসফট এজ ও বিং ব্যবহারকারীরা এআইয়ের সাহায্য নিয়ে বিভিন্ন শ্রেণিতে পণ্য খুঁজতে পারবেন। পণ্য নিয়ে সুপারিশ দেখতে পারবেন। এমনকি একই ধরনের দুটি পণ্যের বিশেষত্ব ও তাদের তুলনামূলক বৈশিষ্ট্যও দেখা যাবে। ফলে একই ধরনের পণ্যের সঙ্গে তুলনা করার জন্য অন্য ওয়েবসাইটে যেতে হবে না।