পুত্রসন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী সানা খান। মুফতি আনাস-সানা খান দম্পতির এটি প্রথম সন্তান।
বুধবার (৫ জুলাই) বিকালে ইনস্টাগ্রাম পোস্টে এসব তথ্য জানিয়েছেন সানা খান নিজেই। খবরটি জানিয়ে সানা খান লেখেন, আমরা আমাদের সন্তানের জন্য যেন সেরাটি দিতে পারি। আমাদের চমৎকার এই জার্নিতে আপনাদের দোয়া ও ভালোবাসা আমাদের হৃদয়কে তুষ্ট করেছে।