বিশ্বের আলোচিত ৭ বিষপ্রয়োগে হত্যাকাণ্ড

দেশ রূপান্তর প্রকাশিত: ০৫ জুলাই ২০২৩, ১৮:৩৩

পটাশিয়াম সায়ানাইড নামে ভয়ানক বিষের নাম অনেকে শুনেছেন। উচ্চমাত্রায় আর্সেনিকও দেহে প্রবেশ করলে মৃত্যু অবধারিত। বিখ্যাত ব্যক্তিরা কখনো স্বেচ্ছায় এসব বিষ খেয়েছেন। কখনো বা তাদের এসব খাইয়ে মেরে ফেলা হয়। এমনই আলোচিত বিষপ্রয়োগে হত্যাকাণ্ড নিয়ে লিখেছেন তৃষা বড়ুয়া


কাউকে মেরে ফেলতে বা নিজেকে মারতে অনেক সময় বিষ ব্যবহার করা হয়। সেই প্রাচীন আমল থেকে বিষপ্রয়োগে মৃত্যুর ঘটনা ঘটে আসছে। বিষ পেতে খুব একটা কষ্ট করতে হয় না। প্রকৃতিতেই পাওয়া যায়। বিষপ্রয়োগে হত্যা নিয়ে সে সময় রাজা-মহারাজারা বেশ উদ্বিগ্ন থাকতেন। খ্রিস্টপূর্ব ১২০ থেকে ৬৩ সাল পর্যন্ত পশ্চিম এশিয়ার উপদ্বীপ আনাতোলিয়া শাসন করা রাজা ষষ্ঠ মিথরিডেটস এই বিষয়ে এতটাই ভীত ছিলেন যে, অল্প ডোজের বিভিন্ন ধরনের টক্সিন দীর্ঘদিন ধরে খেয়ে নিজের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়েছিলেন তিনি। বিষ থেকে নিজেকে রক্ষা করার রাজা ষষ্ঠ মিথরিডেটসের এই চেষ্টাকে পরবর্তী সময় মিথরিডেটিজম বলা হয়।


১৯৮৭ সালের আমেরিকান কমেডি চলচ্চিত্র দ্য প্রিন্সেস ব্রাইডে ওয়েস্টলি নামে এক চরিত্র রাজা মিথরিডেটসের মতো নিজের শরীরে টক্সিন ঢুকিয়ে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে বিষ মোকাবিলা করতে পারলেও চিকিৎসাশাস্ত্রে এটিকে সমর্থন করা হয় না। বিভিন্ন সময়ে যারা নিজেরা বিষ খেয়েছেন অথবা যাদের বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে, এমন সাত ব্যক্তি নিয়ে এখানে আলোচনা করা হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে