স্তন ক্যানসার নিরাময়যোগ্য

দেশ রূপান্তর প্রকাশিত: ০৫ জুলাই ২০২৩, ১৮:৩০

স্তন ক্যানসার প্রাথমিক অবস্থায় শনাক্ত করা গেলে ও দ্রুত চিকিৎসা নিলে বাকি জীবন সুস্থ থাকা সম্ভব।


ব্রেস্ট ক্যানসারের ভয়


এর সঠিক চিকিৎসা না করালে মৃত্যু হয়। মূল উৎপত্তিস্থল থেকে আস্তে আস্তে এরা মেটাস্টাসাইজ হয়ে শরীরের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে। তখন আর আক্রান্তকে বাঁচানো সম্ভব হয় না। বায়োপসি করার সময় ভেতরের কোষগুলো শরীরের অন্য অংশে গিয়ে সমস্যা করে। রোগী ও রোগের অনেক বিষয় বিবেচনা করে চিকিৎসা করা হয়। যেমন প্রাইমারি লোকেশন, বিনাইন বা ম্যালিগন্যান্ট, লসিকা গ্রন্থি (লিম্ফ নোড অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধকারী ব্যবস্থার অংশ) আক্রান্ত কিনা, সাইজ, গ্রেড, মেটাস্টাসাইজ হয়েছে কিনা ইত্যাদি। আবার ক্যানসার হওয়ার পর ভালো হবে কিনা, কতদিন বাঁচবে এটা নির্ভর করে মূলত চিকিৎসার কার্যকারিতা, সাইজ, গ্রেড, বয়স বৃদ্ধির হার এবং আক্রান্ত ব্যক্তির ওপর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও