পিএসজি কোচ গালতিয়ে বরখাস্ত
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৩, ১৭:০৭
পিএসজির ডাগআউটে ক্রিস্তোফার গালতিয়ের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার খবর আসছিল বেশ কিছুদিন ধরেই। শেষ পর্যন্ত চাকরি হারালেন এই ফরাসি কোচ। প্যারিসের ক্লাবটির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো তাকে।
ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বুধবার গালতিয়ের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানায় পিএসজি।
চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই দুই পক্ষের পথ আলাদা হয়ে গেল।
২০২২-২৩ মৌসুম শুরুর আগে পিএসজির সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হন গালতিয়ে। তার হাত ধরে ক্লাবটি গত মৌসুমে রেকর্ড ১১তম লিগ ওয়ান শিরোপা জেতে। তবে চ্যাম্পিয়ন্স লিগে দলটির পথচলা থেমে যায় শেষ ষোলোতেই। এই ধাপে বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগেই হারে তারা।