আরপিও সংশোধন যুক্তি ও ন্যায়সংগত: ওবায়দুল কাদের
নির্বাচন বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা কমিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) যে সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে, তা অত্যন্ত যুক্তিসংগত ও ন্যায়সংগত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘গতকাল মঙ্গলবার সংসদে একটি আইন পাস হয়েছে। এটা অত্যন্ত যুক্তিসংগত ও ন্যায়সংগত। নির্বাচনে একটি কেন্দ্রে বিশৃঙ্খলা হলে, দুইটা কেন্দ্রে বিশৃঙ্খলা হলে, এই এক-দুই কেন্দ্র বন্ধ হতে পারে। কিন্তু গোটা নির্বাচন কেন বন্ধ করতে হবে?’
আজ বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথ সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।
গতকাল জাতীয় সংসদে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধনী বিল পাস হয়। এতে ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা কমানো হয়। বিশ্লেষকেরা একে অযৌক্তিক বলে দাবি করেন। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটা অযৌক্তিক, এটা কোনো গণতান্ত্রিক দেশে আছে? যারা বলে, তাদের আমি জিজ্ঞেস করতে চাই। এ আইনে সে বিষয়টাই স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে। পৃথিবীর সব দেশে এ রকম, আমরা কেন ভিন্ন কিছু করতে হবে?’