You have reached your daily news limit

Please log in to continue


নাহেল ইন অর আউটসাইডার

মৃত্যু অনিবার্য। এটা জেনে বা না জেনে, মেনে বা না মেনে অপ্রত্যাশিত এবং অনেক অকাল মৃত্যু দেখতে হয়। এসব মৃত্যু আমাদের জীবনের অ্যাবসার্ডিটি নাকি মৃত্যুর অনিবার্যতাকে প্রতিষ্ঠা করে সেটা নিয়ে বিস্তর আলাপ হতে পারেÑ অবৈধ সাগরপথে, বিপদসঙ্কুল সীমান্তে, যুদ্ধের-সংঘাতের ভূগোল ছেড়ে অথবা ভাগ্যান্বেষণে নিজ ভূমি ছেড়ে যাওয়া অভিবাসী জীবনে। ‘অ্যাবসার্ডিটি’কে আলবেয়ার কামুর মতো করে ভাষা দিতে আর কোনো লেখক পেরেছিলেন বলে জানা নেই। কামুর সাড়া জাগানো উপন্যাস ‘দ্য আউটসাইডার’। কামুর জন্মশতবর্ষে এই আউটসাইডার এবং ফরাসি ঔপনিবেশিকতা নিয়ে আলোচনা বেশ জমে উঠেছিল। চলতি সপ্তাহে ফ্রান্সে একজন পুলিশ কর্মকর্তা দিনদুপুরে একটি ট্রাফিক স্টপেজে ১৭ বছরের এক কিশোরকে নির্মমভাবে গুলি করে মেরে ফেলার ঘটনায় বিষয়টি আবার মনে পড়ল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন