বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠকের নতুন তারিখ ঘোষণা
সমকাল
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৩, ১৩:০১
সরকার পতনের এক দফার আন্দোলন জোরদার করতে ‘যৌথ রূপরেখা’ নিয়ে বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে। আজ বুধবার বিকেলে বৈঠক হওয়ার কথা থাকলেও বিএনপির আভ্যন্তরীণ কারণে নতুন তারিখ নির্ধারণ করা হয়।
গণতন্ত্র মঞ্চের একজন দায়িত্বশীল নেতা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ১০ জুলাই বিকেলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে যৌথ রূপরেখা ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।