যেভাবে র্যাঙ্কিংয়ের পাঁচে উঠবে বাংলাদেশ
আরটিভি
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৩, ১১:১১
বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিটা শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম থেকেই। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে দুপুর দুইটায় মাঠে নামবে বাংলাদেশ। ঢাকায় রেকর্ড ব্যবধানে জয়ের সুখস্মৃতি নিয়ে সাগরিকায় প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।
আইসিসি ওয়ানডে সুপার লিগে বেশ ভালো অবস্থানে ছিল আফগানিস্তান। ১৫ ম্যাচের ভেতর ১১টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে আফগানরা। তবে একদিনের ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে খুব একটা সুবিধা তারা করতে পারেনি। দুই দলের মধ্যে ১১ ম্যাচে বাংলাদেশ জিতেছে সাতটিতে। অপরদিকে আফগানিস্তানের অর্জন কেবল চার জয়।
দুই দল সর্বশেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল গত বছর। সিরিজটি ছিল বাংলাদেশে।
সেই সিরিজে আফগানদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে