কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক

ইত্তেফাক পাকিস্তান প্রকাশিত: ০৫ জুলাই ২০২৩, ১০:২৮

সুইডেনে ঈদের দিনে কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে এবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তান। দেশটির সরকার এক ঘোষণায় জানিয়েছে, আগামী শুক্রবার (৭ জুলাই) দেশজুড়ে এ বিক্ষোভ করা হবে। খবর জিও নিউজের।


মঙ্গলবার (৪ জুলাই) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তিনি দেশটির সকল রাজনৈতিক দলকে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


এছাড়া আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তান সরকার এ নিয়ে পার্লামেন্টে যৌথ অধিবেশনের ডাক দিয়েছে। কোরআন অবমাননার নিন্দা জানাতে যৌথ অধিবেশনে একটি প্রস্তাব পাস করা হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।


এর আগে গত ২৮ জুন স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয় এক ব্যক্তি। তার নাম সালওয়ান মোমিকা এবং সে সুইডেনে বসবাসরত একজন ইরাকি বলে জানানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও